
ড.ইউনুস সফল ড.ইউনুস বিফল – মাহবুবুল কারীম সুয়েদ।
১-আওয়ামীলীগ নিষিদ্ধের সুত্র ধরে কয়দিন সেনাবাহিনী প্রধানের সাথে সরকারের হাল্কা মধুর ঝামেলার ঘটনা দেখে আমার মত অনেকেই বেশ হতাশায় পড়েছিলেন।আবার বিএনপিও ধারাবাহিকভাবে নির্বাচন এবং অন্যান্য ইস্যুতে রাজনৈতিক চাপ সৃষ্টি করছিল দেখে হতাশা বাড়ছিল।সেইসবকে অতি সাদামাটাভাবে সরকার প্রধান প্রফেসর ইউনুস সাহেব কাটিয়ে দিয়েছেন।পালিয়ে যাওয়া ফ্যাসিবাদিদের জন্যে আবারো হতাশা বৈ কিছু নেই।যে শেখ হাসিনা বারবার বলতেন “এমন…