১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সকাল ১০:২৪
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সকাল ১০:২৪

ওসমান হাদি মারা গেছেন।

Share Option;

ইউরোভিশন ডেস্ক : দীর্ঘ কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এবং ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিম। এর কিছুক্ষণ পরই ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে তাঁর প্রয়াণের খবরটি দেশবাসীকে জানানো হয়।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে শোকাতুর কণ্ঠে বলা হয়:

“ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।”
গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী গণসংযোগে বের হলে মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা ওসমান হাদিকে লক্ষ্য করে মাথায় গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গত সোমবার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর ব্রেনস্টেমে আটকে থাকা বুলেট বের করার জন্য জটিল অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে আজ রাত সাড়ে ৯টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জুলাই গণঅভ্যুত্থানের এই সম্মুখযোদ্ধার অকাল মৃত্যুতে দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। তাঁর মরদেহ কবে দেশে ফিরিয়ে আনা হবে, সে বিষয়ে সংগঠনের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে।


Share Option;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *