
প্রসঙ্গ:খালিয়াজুরি পরগণার ধানকোড়া এস্টেট-ফারুকুর রহমান চৌধুরী।
বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার হাওর বেষ্টিত উপজেলা খালিয়াজুরি। এই উপজেলার আয়তন ২৯৭.৬৪ বর্গকিলোমিটার। এর ষোলআনা অংশ ব্রিটিশ আমলে খালিয়াজুরি পরগণার অর্ন্তভূক্ত ছিল। তৎকালীন কেন্দুয়া এবং কিশোরগঞ্জ সিএস থানার মোট ৮২ টি মৌজা মিলে খালিয়াজুরি পরগণা গঠিত ছিল। এই পরগণার আয়তন ছিল ৮২ হাজার ০৭৭ একর বা ১৩০ বর্গমাইল। ব্রিটিশ পূর্ব সময়ে খালিয়াজুরি পরগণা আয়তনে…