এম সাইফুর রহমান সাজাওয়ার সুনামগঞ্জ থেকেঃ
বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগন্জ জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত দেশ ব্যাপী মুসলিম ভূখন্ডে ইসরাঈলের আগ্রাসনের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল সুনামগঞ্জ পুর্ব বাজার জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে এসে এক সমাবেশে মিলিত হয়।
জেলা মুফতি আজিজুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ সৈয়দ জয়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি মাওলানা সুলেমান হেকিম,হাজি আবুল বাসার, ডা.আতাউর রহমান,জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ ফেদাউল হক্ব, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুখলিসুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ ফেদাউর রহমান, সহ প্রশিক্ষন সম্পাদক মুফতি আলী নেওয়াজ, সহ প্রচার সম্পাদক মাওলানা আব্দুস শহীদ, নির্বাহী সদস্য মুফতি আকমল হুসাইন, মাওলানা আতিকুর রহমান,মাওলানা আজিজুল ইসলাম, মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা হুসাইন বিন উমর প্রমুখ