২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
রাত ১০:২৬
২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
রাত ১০:২৬

সুনামগঞ্জে এক মঞ্চে বিএনপি চার মনোনয়ন প্রত্যাশী।

Share Option;

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী চার নেতার একযোগে শোডাউন ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ জুন) দিনব্যাপী  তারা একত্রে মোটরসাইকেল শোভাযাত্রা করে বিএনপির রাষ্ট্র সংস্কার ও অর্থনৈতিক মুক্তির ৩১ দফা  রূপরেখার  প্রচারপত্র বিলি করেন। পরে ইসলামগঞ্জ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মীসভায় এক মঞ্চে বক্তব্য রাখেন।

শোডাউন ও কর্মসূচিতে নেতৃত্ব দেন মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহবায়ক কমিটির  সদস্য দেওয়ান জয়নুল জাকেরিন,জেলা  ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আবুল মনসুর শওকত, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবিদুল হক এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি। 

তাদের সঙ্গে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রচার প্রচারণার অংশ হিসেবে তারা সদর উপজেলার গৌরারং ইউনিয়নে ৩১ দফা প্রচারপত্র বিলি করেন। এরপর ইসলামগঞ্জ কলেজ মিলনায়তনে আয়োজিত কর্মীসভায় চার নেতা নিজেদেরকে আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থাপন করে উপস্থিত নেতাকর্মীদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

কর্মীসভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক  নেতা আসম খালেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন প্রমুখ।


Share Option;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *