ইউরোভিশন ডেস্ক:ওসমান হাদি ছিলেন এক দৃঢ়চেতা,সাহসী ও দেশপ্রেমিক নেতা।তিনি শুধু একজন রাজনৈতিক কর্মী ছিলেন না তিনি যুব সমাজের আশা,ন্যায়বিচারের দাবিদার,এবং অস্বচ্ছ শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক ছিলেন।তার অদম্য স্পর্ধা ও দৃঢ় বিশ্বাস আমাদের অনেককে অনুপ্রাণিত করেছে।
আজ আমরা শুধু একজন নেতাকে হারাইনি আমরা একজন ভাই,বন্ধু ও এক অনুপ্রেরণার আলোকে হারিয়েছি। কিন্তু ওসমান হাদীর আত্মত্যাগ ও আদর্শ আমাদের মনে বারবার সদ্য করে দেবে—দমন ও অন্যায়ের বিরুদ্ধে কখনো সম্মতি নয়,বরং প্রতিবাদ।
ইতিহাস বলে—যে মানুষ সত্যের পথে দাঁড়ায়,তার মৃত্যুই শেষ বলে বিবেচিত হয় না বরং তারা চিরকাল মানুষের স্মৃতির অম্লান পটচিত্রে অমর হয়ে থাকে। আজ আমরা তাকে শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে বিদায় জানাই একই সাথে তার দেখানো পথ অনুসরণ করার অঙ্গীকার করি।
হাদীর মত ব্যক্তিরা বেঁচে থাকে মানুষের হৃদয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে।