দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-সুনামগঞ্জের দিরাইয়ে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরালট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারফেনরশিপ এন্ড রেসিলিয়েন্স অব বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওডায় ‘পার্টনার স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭জুন) বেলা ৩টায় উপজেলা গণমিলনায়তন হলে দিরাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার। প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা খোরশেদ আলমের
সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মনোরঞ্জন অধিকারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, উপজেলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দিপন মজুমদার প্রমুখ।
দিরাইয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত।
