২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
রাত ১২:৫৭
২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
রাত ১২:৫৭

যুক্তরাজ্যের ওল্ডহ্যাম কাউন্সিলে বিশিষ্ট আইনজীবী শিশির মনিরকে সংবর্ধনা।

Share Option;

সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনিরকে যুক্তরাজ্যের ওল্ডহ্যাম কাউন্সিলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে বাংলাদেশের আইন পেশায় বহুমাত্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় শিশির মনির বলেন, অভিজ্ঞতার ভিত্তিতে সভ্যতা এগিয়ে যায়। আজকের এই আয়োজনে আমরা নানা দিক নিয়ে আলোচনা করেছি। আশা করি এখান থেকে প্রাপ্ত অভিজ্ঞতা বাংলাদেশে বাস্তবায়নে কাজে লাগবে। ভবিষ্যতেও আমাদের এই সম্পর্ক অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওল্ডহ্যামের মেয়র ইডি মারফি, কাউন্সিলর আব্দুল জব্বার, কাউন্সিলর মোহন আলী, কাউন্সিলর নজরুল ইসলাম, কাউন্সিলর আজাদসহ যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির নেতা কামরুল হক,প্রফেসর আব্দুর রব সাবেক ছাত্র নেতা আবুল হোসেন এবং দিরাই প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিনিধিরা।
এ সময় ওল্ডহ্যামের মেয়র ইডি মারফি বলেন, বাংলাদেশি কমিউনিটি যুক্তরাজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিশির মনির সুদূর বাংলাদেশ থেকে আমাদের মাঝে এসে যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন, তা প্রশংসনীয়। আমরা বিশ্বাস করি, এই ধরনের যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
উল্লেখ্য, মোহাম্মদ শিশির মনির একজন খ্যাতনামা আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক ও মানবাধিকার বিষয়েও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।


Share Option;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *