সুনামগঞ্জ প্রতিনিধিঃ-সুনামগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায়
শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কার্যালয়ে মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান দুলালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর, জামায়াত মনোনীত সুনামগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট অঞ্চল সহকারী পরিচালক ফারুক আহম,জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আবদুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ সভাপতি রিয়াজুল ইসলাম তালেব, কোষাধ্যক্ষ ওয়াশিদ আলী সহ বিভিন্ন উপজেলার সভাপতি, সেক্রেটারি ও দায়িত্বশীল বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার মাসিক দ্বায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত।
