মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধিঃ
মাদক কারবারিদের গ্রেফতার, মাদক বিক্রি বন্ধসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক শংকর দে এর নামে বেশ কয়েকটি ফেইক (ভূয়া) আইডি খুলে কাদিপুর গ্রামের গন্যমান্য ব্যক্তি শংকর দে এর নামে নানা অপপ্রচার বন্ধের দাবীতে ও অপ- প্রচারকারী মাদক সম্রাট নিউটন দে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় কাদিপুর গ্রামবাসী ও সুশীল সমাজ বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
আজ শনিবার (২৮ জুন) বিকাল ৫ টায় কাদিপুর গ্রামে চন্ডিডহর- কলকলিয়া রোডে কাদিপুর সেতুর উপর গ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কাদিপুর গ্রামের মকসদ আলীর সভাপতিত্বে ও ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মুজাফ্ফর আলী লিটন এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন জসিম উদ্দিন, ভুক্তভোগী শংকর দে, আলী হোসেন, আব্দুস সালাম, আব্দুননুর,রাজন মাস্টার, দীপন দে, কামাল, মিছবাহ, রুপক সুত্রধর, অসীম সুত্রধর, মাছুম, সুমন মিয়া ও বাবুল মিয়া প্রমুখ।
স্থানীয় একাধিক সুত্রে জানাযায়, দীর্ঘ দিন ধরে স্থানীয় কাদিপুর গ্রামের ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তি শংকর দে এর বিরুদ্ধে বিভিন্ন সময়ে কাদিপুর গ্রামের মাদক সম্রাট, ক্যাসিনো ব্যবসায়ী নিউটন দে ও তার সহযোগী রাজন দে, মারুফ, শাদত, লিপটন সুত্রধরদের নিজ ফেইক (ভুয়া) একাধিক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচারে ভুক্তভোগী শংকর দে রীতিমতো অসহায় বোধ করছেন। যে কারনে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের স্থানীয় কাদিপুর গ্রামের সুশীল সমাজের জনসাধারণ অনেকটাই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। এসব আইডি থেকে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, কুরুচিপূর্ণ, কাল্পনিক, অপমানজনক ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হচ্ছে। এসব অপপ্রচারের কারনে কাদিপুর গ্রামের শংকর দে ও গণ্যমান্য ব্যক্তিরা বিব্রতকর অবস্থায় পড়েছেন। ইতিমধ্যে ফেইক (ভুয়া) আইডির বিরুদ্ধে এবং মাদক বিক্রি ও তাদের আইনের আওতায় এনে বিচারের দাবীতে মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে বক্তরা বলেন, মাদক ব্যবসায়ীরা একটি সংঘবদ্ধ দল, বেশ কয়েকটি ফেইক (ভূয়া) আইডি থেকে কুরুচিপূর্ণ, মিথ্যা, বানোয়াট, কাল্পনিক তথ্য প্রচার করা হচ্ছে। এসব আইডি সনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা একান্ত প্রয়োজন। মাদক ব্যবসায়ী ও দীর্ঘ দিন ধরে ফেইসবুকে ফেইক (ভূয়া) আইডি দিয়ে কুরুচিপূর্ণ, মিথ্যা তথ্য প্রচারকারীদের সনাক্ত করে তাদেরকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর প্রতি আহ্বান জানান।তারা আরও বলেন, মাদক ব্যবসা বন্ধ করন ও কাদিপুর গ্রামের মাদক ব্যবসায়ী রাজন দে, মারুফ, সাদত, লিপটন সুত্রধর, মাদক সম্রাট নিউটন দে বেশ কয়েক মাস ধরে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের নিরীহ মানুষ, গন্যমান্য ব্যক্তি শংকর দে এর বিরুদ্ধে একাধিক ভুয়া (ফেইক) ফেইসবুক আইডি দিয়ে শংকর দে এর ছবি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট, অপমানজনক লেখা দেয়ে পোস্ট দেয়ার তীব্র নিন্দা জানাই এবং মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি দাবী জানান।