১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
সন্ধ্যা ৭:১৩
১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
সন্ধ্যা ৭:১৩

“ইউকে বাংলা’প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-সভাপতি ফয়সল চৌধুরী,সাধারণ সম্পাদক আরিফ মাহফুজ ও ট্রেজারার সুয়েদ।

Share Option;

ইউরোভিশন ডেস্ক:

যুক্তরাজ্যের বাংলা মিডিয়ার অন্যতম প্রেস ক্লাব ”ইউকে বাংলা’ প্রেসক্লাব”-এর কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ক্লাবের সদস্যদের সরাসরি ভোট ২০২৫-২০২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল আই ইউরোপের সাবেক ম্যানেজিং ডিরেক্টর ও আইপি টিভি চ্যানেল ইউরোপের নির্বাহী সম্পাদক রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন ও একাত্তর টিভির ইউকে প্রতিনিধি আরিফ আল মাহফুজ। ট্রেজারার নির্বাচিত হয়েছেন ”ডেইলী ড্যাজলিং ডন”এর প্রতিনিধি মাহবুবুল করিম সুয়েদ।

মঙ্গলবার (২৯ জুলাই ) অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি কে এম আবু তাহের চৌধুরী।
নব নির্বাচিত কার্যনিবাহী কমিটির সদস্যরা হলেন, সিনিয়র সহ -সভাপতি মুনজের আহমেদ (বাংলা ট্রিবিউন ), সহ -সভাপতি আব্দুর রশিদ (এনটিভি ইউরোপ ),সহ -সভাপতি হুমায়ন কবির (চ্যানেল আই ), সহ -সভাপতি ফখরুল ইসলাম খসরু মনুবার্তা। যুগ্ন -সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম (প্রথম আলো ),যুগ্ন -সাধারণ সম্পাদক তানভীর হাসান (টিএন টিভি ), সাংগঠনিক সাম্পাদক এস এম শামসুর রহমান সুমেল (চ্যানেল ইউরোপ ),দপ্তর সম্পাদক প্রেস ও প্রচার সম্পাদক মুসলিম খান (সবুজ বাংলা) ,
সমাজসেবা সম্পাদক আসআদুল হক (এম এস টিভি),মহিলা সম্পাদিকা সৈয়দা ইশরাত নাসিমা কুইন (ফ্রীলেন্স )
সদস্য -আসাদুজ্জামান তানভীর (ফ্রীলেন্সার ),মোহাম্মদ আলী (মৌলভী বাজার টুডে ),মোশাহিদ আলী (বাংলা সংলাপ ),বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা (ফ্রীলেন্সার ),আব্দুল বাসিত (ফ্রীলেন্সার )আজিজুল আম্বিয়া (ভোরের কাগজ ), শাহেদ শফিক (একুশে টিভি ),মোস্তফা চৌধুরী , আশফাক জুনেদ (দেশ রূপান্তর ),তানভীর আনজুম আরিফ (এনটিভি ), প্রমুখ।

ইউকে বাংলা প্রেস ক্লাবের নব গঠিত কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দ বলেন , সৃজনশীল কাজের মাধ্যমে সাংবাদিকতার মান অক্ষুন্ন রেখে কাজ করতে হবে। পেশাদারিত্ব সাংবাদিকতাই হচ্ছে আসল সাংবাদিকতা। সমাজের সকল ন্যায়-অন্যায়, সমস্যা-সম্ভাবনা তুলে ধরাই সাংবাদিকদের কাজ। যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির মানুষের পাশে তথা বাংলাদেশের জনকল্যাণে ইউকে বাংলা প্রেস ক্লাব সর্বদা কাজ করে যাবে। প্রবাস ও দেশের সকল সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে ইউকে বাংলা প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করতে নিরলস কাজ করে যাবে।


Share Option;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *