২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
রাত ১০:২০
২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
রাত ১০:২০

দিরাইয়ে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি।

Share Option;

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-সুনামগঞ্জের দিরাইয়ে ৬ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কর্মরত স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন,
উপজেলা সভাপতি সনজিব চৌধুরী। সাংগঠনিক মো, সানু মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সাধারণ সম্পাদক ও জেলা সাংগঠনিক সম্পাদক সঞ্জিত কান্তি চৌধুরী, উপজেলার স্বাস্থ্য সহকারী মো. আফজাল হোসেন, রাজীব কান্তি দাস, রতন কুমার দাস, মো. সানজব আলী, দেবাশীষ দাস, প্রিয়া তালুকদার, জলি তালুকদার, পলি তালুকদার, রত্না বেগম, মো. দিলোযার হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে টিকাদান, মাতৃসেবা, এবং শিশুর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করে আসছেন। তারা আরও বলেন, তাঁদের অবদান সত্ত্বেও গ্রেড উন্নয়ন, ভাতা এবং নিরাপত্তা ব্যবস্থা আজও নিশ্চিত হয়নি।
সংগঠনটি জানিয়েছে, দাবি আদায়ে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী সেপ্টেম্বর থেকে “শাটডাউন” কর্মসূচি দেওয়া হবে এবং ইপিআই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হতে পারে।
প্রসঙ্গত, ২০২০ সালেও একই দাবিতে টানা কর্মবিরতিতে গিয়েছিলেন স্বাস্থ্য সহকারীরা, যার পরিপ্রেক্ষিতে আংশিক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি বলে দাবি সংগঠনের।


Share Option;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *