ইউরোভিশন ডেস্কঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলায় কিছুদিন পর পর অবৈধ অস্ত্রের মহড়ায় আমরা দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করছি।গতকাল এই পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী একটি অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের তাজ মিয়ার ছেলে, পেশায় ইলেকট্রিশিয়ান আবু সাঈদ (৩৩) গুলিবিদ্ধ হয়ে নিহত হন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আমাদের দাবি অপরাধী যে বা যারাই হোক, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এ ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সভ্য সমাজে আইনবহির্ভূত কর্মকাণ্ড কখনোই কাম্য নয়।
ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, প্রত্যেককে আইনানুগ বিচারের আওতায় আনতে হবে। আমরা ন্যায়বিচার এবং মানবাধিকারের পক্ষে— বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে।