তৌহিদুল করিম মুজাহিদঃ জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোন মূল্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় পূর্ব লন্ডনের হোয়াটচ্যাপেল রোডস্থ হায়াত প্যালেস হোটেলে বাংলাদেশ জামাতে ইসলামী আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জামাতে ইসলামের আমীর আরো বলেন, জামায়াত কখনো মিথ্যা আশ্বাস দেয় না। জামায়াত যা করতে পারবে তাই বলে। আমরা জনগণের নৈতিক আশা আকাঙ্খার বাহিরে কোনো কিছু কল্পনাও করি না।
দুর্নীতি দেশের ভয়ানক সমস্যা উল্লেখ করে ডাঃ শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলো দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং তা কাজের মাধ্যমে প্রমান করে দেয়া হবে। প্রবাসীদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির একটি বড় চালিকা শক্তি। প্রবাসীদের অধিকারের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। প্রবাসীরা যাতে তাদের ভোটের অধিকার পান এ বিষয়ে আমরা সব সময় সোচ্চার। পরিবর্তিত পরিস্থিতিতে আল্লাহ পরিবেশ অনুকূলে নিয়ে আসায় আমরা প্রবাসীদের প্রত্যেকটি অধিকার নিয়ে সংশ্লিষ্ট সকল পর্যায়ে জোরালো ভাবে কথা বলেছি। তিনি বলেন, আমাদের স্পষ্ট কথা হচ্ছে, যাদের প্রেরিত অর্থে দেশের অর্থনীতির ভীত মজবুত হয়, তাদের ভোটের বাহিরে রাখার কোনো সুযোগ নেই। শুক্রবার সকালে পূর্ব লন্ডনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমীর গুম খুনের অভিযোগে অভিযুক্ত ২৫ সেনা কর্মকর্তার বিচার প্রসঙ্গে বলেন, আমরা যে কোনো অপরাধের বিরুদ্ধে। মানুষের অধিকার যারা নষ্ট করেছেন, কোনো ধরণের অপরাধ ছাড়া যারা মানুষের উপর হত্যা, নির্যাতন-নিপীড়ন চালিয়েছেন যা ছিল ভয়ানক মানবাধিকার লঙ্ঘন। এ ধরনের অপরাধের সাথে যারা জড়িত ছিল তারা সেনাবাহিনীর লোক না অন্য কেউ সেটা ম্যাটার করেনা। যা হয়েছে সেগুলো আমাদের কাছে অপরাধ আর যারা করেছে তারা প্রত্যেকেই অপরাধী। এই কথাগুলো যত জায়গায় বলার দরকার আমরা বলেছি। ডাঃ শফিকুর রহমান তার যুক্তরাষ্ট্র সফর শেষে বাংলাদেশ যাওয়ার পথে লন্ডনে যাত্রাবিরতিকালে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় তার সাথে বাংলাদেশ জামায়াত ইসলামির ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, জামায়াতের প্রতিনিধি ও সেইভ বাংলাদেশ এর চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লন্ডনের বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন, সোশ্যাল, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০ টায় জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান ব্যবসায়ীদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় অনুষ্ঠানে বলেন, ব্যবসায়ীরা যাতে নিরাপদে দেশে ব্যবসা করতে পারেন জামায়াতে ইসলামী দেশের মানুষকে এটুকু আস্বস্ত করে যাচ্ছে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী ব্যবসায়ীদের ক্ষতি হবে এমন কোনো কাজ করেনি এবং ভবিষ্যতে জনগণের সেবা করার সুযোগ পেলে ব্যবসায়ীদের ন্যায়সঙ্গত অধিকার খর্ব হয় এমন কাজও করবে না। জামায়াত ইসলামী দেশে বিনিয়োগের এমন পরিবেশ তৈরী করতে চায়, যেখানে কোনো ব্যবসায়ীকে তার কাজের জন্য একপয়সাও কাউকে অন্যায় ভাবে দিতে হবে না।
ডাঃ শফিক বলেন, আমরা চাই আমাদের দেশ দুর্নীতি মুক্ত একটি দেশ হোক। বিদেশিরা দেশে গিয়ে খোলা মনে কোন ভয়-ভীতি ছাড়া বিনিয়োগ করুক এবং সেই সাথে আমাদের প্রবাসী ব্যবসায়ীরাও দেশে ফিরে বিনিয়োগ করে সম্মানের সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করুক। ঘুষ, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বিনিয়োগের পরিবেশ তৈরির মাধ্যমে আমরা সুন্দর একটি দেশ গড়তে চাই।
বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল এর উপস্থাপনায় ও ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ এর প্রেসিডেন্ট রফিক হায়দার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গোলাম মর্তুজা, ক্যাপ্টেন কিবরিয়া, ব্যারিস্টার আসাদুজ্জামান, ব্যারিস্টার ফখরুল ইসলাম, মুহাম্মদ জুবায়ের, শাহ শেরওয়ান কামালী, আব্দুল কালাম আজাদ, মুসাদ্দিক আহমেদ, টিপু চৌধুরী, কাজী ফয়জুল ইসলাম পারভেজ, হেলাল উদ্দিন, ব্যারিস্টার আব্দুল হালিম সরকার, ব্যারিস্টার আবু সাদাত মোঃ সুহেল, জাহাঙ্গীর হক, আব্দুল ওদুদ দীপক, মিজু চৌধুরী, মনসুর আহমেদ শাওন, আবুল কালাম, আবুল বাশার, নাজমুল হাসান,কামরুল হুদা আজাদ, মহিন মজুমদার, আতিকুর রহমান, শেখ মাহবুব হোসেন, সালেহ আহমেদ প্রমুখ।
গণভোট আগে না হলে এর কোন মুল্য নেই – লন্ডনে সংবাদ সম্মেলনে আমীরে জামায়াত।