১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
রাত ২:৫৫
১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
রাত ২:৫৫

কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির(KUDS) অভিষেক ২০২৫।

Share Option;

ইউরোভিশন ডেস্ক:গত কাল 28/10/2025 মঙলবার সন্ধা ৭ ঘটিকা London এর Stratford IV centre এ “কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির” অভিষেক অনুষ্টিত হয়। সংগঠনের general Secretary জনাব আতাউর রহমান চৌধুরী ও Assistant secretary জনাব মাও:তাজুল ইসলামের যৌথ পরিচালনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাও: আজিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন(Kuds)সভাপতি জনাব, মোবারক আলী। সভায় প্রধান অতিথি ছিলেন, জনাব ফয়ছল চৌধুরী এম বি ই,এম এছ পি,Shadow minister of Scotland,(Kuds)সভাপতি জনাব, মোবারক আলী উদ্বোধনী বক্তব্যে সংগঠনে বিগত পাচঁ বছরের সংগঠনে বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন,সংগঠনটি জন্ম লগ্ন হতে এ পর্যন্ত প্রায় অর্ধ কোটি টাকা খরছ করেছে। কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রমের জন্য।

সভায় বিশেষ অতিথি হিসেবে যারা উপস্তিত ছিলেন, জনাব আহবাব মিয়া, সাবেক পুলিশ কর্মকর্তা এবং সভাপতি সুনামগঞ্জ জেলা ওয়েল ফেয়ার এসোসিয়েশন UK .অধ্যক্ষ জনাব,ছানাওর আলী কয়েছ,Secretary সুনামগঞ্জ জেলা ওয়েল ফেয়ার এসোসিয়েশন। জনাব,আবু সুফিয়ান চৌধুরী, কবি এবং সাংবাদিক। Executive member সুনাম গন্জ জেলা ওয়েল ফেয়ার এসোসিয়েশন UK.জনাব ফারুক আহমাদ,Executive member সুনাম গন্জ জেলা ওয়েল ফেয়ার এসোসিয়েশন UK.এবং জনাব, মুজিবুর রহমান মুজিব,সাবেক Secretary জগন্নাথপুর উপজেলা ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট।

অতপর সংগঠনে প্রধান উগষ্টা জনাব, আজিজুর রহমান বক্তব্য দেন এবং সংগঠন নুতন কমিঠির নাম ঘোষনা করেন। পরবর্তিতে পর্যায়ক্রমে যারা বক্তব্য দেন:এবং উপস্তিত ছিলেন—-
জনাব মিঠু মিয়া,যুগ্ম প্রচার সম্পাদক
জনাব,মোজাক্কির হোসেন প্রচার সম্পাদক,
জনাব, মোশাররফ হুসেন লিলু,শিক্ষা সম্পাদক
জনাব,আবুল হুসেন আকাশ,যুগ্ন সাংগঠনিক সম্পাদক,
জনাব,মাও:আজিজুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক,
জনাব, আখলাকুর রহমান,যুগ্ন সমাজ কল্যান সম্পাদক,
জনাব,আমির হুসেন,সমাজ কল্যান সম্পাদক,
জনাব, শেরন মিয়া. সাংগঠনিক সম্পাদক,
জনাব আকমল হুসেন, কোষাধক্ষ,
জনাব,ফটিক মিয়া,সহসভাপতি,

জনাব,আক্তারুজ্জামান,সহসভাপতি,
জনাব,ওয়াকিবুর রহমান, সহসভাপতি,
জনাব,আব্দুল মতলিব চৌধুরী, সহসভাপতি,
জনাব,মুহীত মিয়া, সহসভাপতি,

সভায় সূভাকাংখী হিসেবে উপস্তিত ছিলেন:
জনাব, আংগুর মিয়া, জনাব, আনোয়ার মিয়া,জনাব, মাহবুব হুসেন, জনাব, আতাউর মিয়া, জনাব,ছাদিকুর
রহমান,জনাব, জাহাংগীর আলম ( পাড়ার গাঁও) জনাব ডালিম হুসেন,জাহাংগীর আলম পাবেল এবং আনর মিয়া।
Mobile এ রেকর্ড মুলক বক্তব্যে অংশ গ্রহন করেন বাংলাদেশ সমন্বয়ক উপকমিঠি প্রধান জনাব আলী নুর রশীদ। আর ও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা জনাব, জুবায়ের আহমদ হামজা ও সিনিয়র সহসভাপতি জনাব Barrister শেখ জয়নাল আবেদীন, এবং পর্যবেক্ষক প্রধান জনাব,আলহাজ্জ দুদু মিয়া।

বিশেষ অতিথিগণ এবং কমিঠির সদস্য গনের বক্তব্যে অনুষ্টানটি ছিল খুবই প্রান্জল উৎসাহ ব্যান্জক। পরিশেষে সমাপনি বক্তব্য দেন সংগঠনের সভাপতি জনাব, মোবারক আলী। অতপর প্রধান অথিতিকে Crest প্রধান করা হয় এবং প্রত্যেককে Gift প্রধান করা হয়।

অবশেষে সবাইকে আপ্যায়ন ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপনি হয়। মোনাজাত পরিচালনা করেন , মাও: তাজুল ইসলাম তালুকদার।


Share Option;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *