১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
রাত ২:৫৭
১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
রাত ২:৫৭

সুনামগঞ্জ-৩(জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ শেখ মুশতাক আহমদকে নিয়ে প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Share Option;

ইউরোভিশন ডেস্ক:

লন্ডন, যুক্তরাজ্য — রবিবার, ১২ অক্টোবর ২০২৫:
খেলাফত মজলিসের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে মনোনীত প্রার্থী হাফিজ শেখ মুশতাক আহমদ-এর সঙ্গে প্রবাসীদের মতবিনিময় ও সংহতি জোরদার করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা গতকাল সন্ধ্যায় লন্ডনের ফডস্কায়ার হলে অনুষ্ঠিত হয়েছে।

সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ, সমাজসেবক, শিক্ষক, সাংবাদিক, কবি, ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। প্রবাসীদের উৎসাহ ও অংশগ্রহণে হলটি ছিল কানায় কানায় পূর্ণ। অনুষ্ঠানটি ছিল অনাড়ম্বর হলেও গভীর তাৎপর্যপূর্ণ এক প্রবাসী সমাবেশ, যা খেলাফত মজলিসের রাজনৈতিক অঙ্গনে প্রবাসী সমাজের আন্তরিক সম্পৃক্ততার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর শামসিয়া সমিতির সভাপতি সৈয়দ জিল্লুল হক, এবং সঞ্চালনা করেন মাওলানা মাহবুব তালুকদার। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ শহীদ ইসলাম।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সোয়াস লন্ডন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি হাফিজ শেখ মুশতাক আহমদ একজন আদর্শনিষ্ঠ, সুশিক্ষিত, দক্ষ ও পরহেজগার ব্যক্তি। তিনি উচ্চশিক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে বর্তমানে একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সমাজে ন্যায়, আদর্শ ও পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে সক্ষম এমন একজন তরুণ, আধুনিক ও ইসলামী মূল্যবোধে দৃঢ়প্রতিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে তাঁকে বর্ণনা করেন বক্তারা।
তাঁরা বলেন, দেশের রাজনীতিতে এখন প্রয়োজন পরিচ্ছন্ন, শিক্ষিত ও সেবামুখী নেতৃত্ব—যার প্রতিচ্ছবি হাফিজ শেখ মুশতাক আহমদের মধ্যেই প্রতিফলিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মোন্তাসীর আলী, খেলাফত মজলিস ইউকে সাউথের সভাপতি মাওলানা সাদিকুর রহমান, সমাজসেবক ও “শিকড়ের সন্ধানে” গ্রন্থের রচয়িতা সৈয়দ হাবীবুর রহমান, কাউন্সিলর সদরুজ্জামান খান, প্রবাসী কমিউনিটি নেতা মির্জা আসাব বেগ, হারুন মিয়া, পীর আহমদ কুতুব, মাওলানা সৈয়দ সালেহ আহমদ, হোসেন আহমদ, দুলাল আহমদ, কবি ও লেখক আবু সুফিয়ান চৌধুরি, কাউন্সিলর সৈয়দ শেখুল ইসলাম, সমাজকর্মী মোহাম্মদ সাদেক কুরেশী, শেখ সফিক মিয়া, শেখ ফখরুল মিয়া, সাংবাদিক আহমদ ময়েজ, জমিয়তে উলামা ইউকের সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ এবং আরও অনেকে।

বক্তারা আরও বলেন, সুনামগঞ্জ-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে এমন একজন প্রতিনিধির প্রত্যাশায় আছেন, যিনি সত্যিকার অর্থে জনগণের পাশে থাকবেন, তাঁদের সমস্যা বুঝবেন, দরদি সমাজ গঠনে কাজ করবেন, সবার জন্য সামাজিক সুরক্ষা ও উন্নয়নের উদ্যোগ নেবেন এবং নৈতিক রাজনীতির আদর্শ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।
তাঁরা বিশ্বাস করেন, হাফিজ শেখ মুশতাক আহমদ একজন মেধাবী ও দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তি, যাঁর উন্নত বিশ্বে পেশাগত অভিজ্ঞতা রয়েছে। তিনি নির্বাচিত হলে জাতীয় সংসদে একজন যোগ্য, সৃজনশীল ও বিচক্ষণ ব্যক্তির প্রবেশ ঘটবে—যিনি পার্লামেন্টে ‘সামাজিক সুরক্ষা বিল’ উত্থাপনের মাধ্যমে সবার জন্য উন্নত জীবনধারা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে সক্ষম হবেন।

সভায় আরও উল্লেখ করা হয়, প্রবাসীরা বাংলাদেশের রাজনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন, এবং এই ধরনের মতবিনিময় সভা প্রবাসী সমাজের ঐক্য ও রাজনৈতিক সচেতনতা আরও জোরদার করবে।

অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া পরিচালনা করেন মাওলানা সাদিকুর রহমান, যিনি দেশ ও জাতির কল্যাণ, এবং খেলাফত মজলিসের নির্বাচনী সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করেন।

দোয়া শেষে উপস্থিত অতিথিদের মধ্যে নৈশভোজ পরিবেশন করা হয় এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।


Share Option;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *