৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ভোর ৫:২৭
৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ভোর ৫:২৭

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।

Share Option;

ইউরোভিশন ডেস্ক:
সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জগন্নাথপুর থানার চিলাউরা ইউনিয়নের ভূরাখালী গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান (মিলিক)।

বিদেশে বসবাস করলেও তিনি দীর্ঘদিন ধরে প্রবাসী সুনামগঞ্জবাসীদের কল্যাণে কাজ করে আসছেন। সামাজিক উন্নয়ন, শিক্ষা সহায়তা ও মানবিক কর্মকাণ্ডে তাঁর অবদান উল্লেখযোগ্য। সংগঠনের সদস্যরা আশা করছেন, তাঁর নেতৃত্বে ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যক্রম আরও বেগবান ও ফলপ্রসূ হবে।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক ব্রিটিশ হাইকমিশনার জনাব আনোআর চৌধুরী এ যুক্তরাজ্যের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রোশনারা আলী

সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সুনামগঞ্জ ও প্রবাসের সর্বস্তরের মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। স্থানীয়রা বিশ্বাস করেন, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান প্রবাসী সমাজের ঐক্য, সহযোগিতা এবং মাতৃভূমির উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন।


Share Option;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *