৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ভোর ৫:১৭
৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ভোর ৫:১৭

পর্তুগালে প্রবাসী ভোটাধিকার পরিষদের স্মারকলিপি প্রদান।

Share Option;

বাংলাদেশি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে প্রবাসী ভোটাধিকার পরিষদ ৯ সেপ্টেম্বর পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দিয়েছেন।

স্মারক লিপি প্রদানের নেতৃত্ব দেন পর্তুগাল প্রবাসীসহ সিআরসি আইপিটি’র নেতারা– আবু নাঈম মু শহীদুল্লাহ্, শাহ ওয়ালিউর রহমান চিশতি, এস এম জাবেদ সরকার, মোস্তাফিজুর রহমান ও রাজিব আল মামুন। তারা সম্মিলিতভাবে স্মারক লিপিটি বাংলাদেশের পর্তুগালস্থ রাষ্ট্রদূত ড. এম মাহফুজ উল হকের হাতে তুলে দেন।

নেতারা বলেন, প্রবাসীদের ভোটাধিকার সংবিধানসম্মত অধিকার। এই অধিকার কার্যকর হলে প্রবাসীরা দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হতে পারবেন। একাধিক বক্তা উল্লেখ করেন যে, প্রবাসীরা বিশাল রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে, তাই গণতান্ত্রিক অধিকার থেকেও তাদের বঞ্চিত রাখা উচিত নয়।

রাষ্ট্রদূত ড. এম মাহফুজ উল হক স্মারক লিপি গ্রহণ করে সংগঠনের নেতাদের ধন্যবাদ জানান এবং এ বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ সময় উপস্থিত সম্প্রদায়ের অনেকে জানান, দীর্ঘদিন ধরেই প্রবাসীরা ভোটাধিকার বাস্তবায়নের প্রত্যাশায় রয়েছেন। তাদের দাবি– বিদেশে অবস্থানরত লাখো প্রবাসী শুধু অর্থনৈতিক অবদানের জন্য নয়, রাজনৈতিক অধিকার পেয়েও দেশের উন্নয়ন যাত্রায় সক্রিয়ভাবে যুক্ত হতে চান।
প্রবাসী সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা এই উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করে সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


Share Option;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *