
চন্ডিডহর খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ে ভোগান্তিতে যাত্রী সাধারণ।
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধিঃসুনামগঞ্জ জেলার জগন্নাথপুর, শান্তিগঞ্জ, দিরাই উপজেলার কামারখালী নদীর চন্ডিডহর খেয়া ঘাটে নেই সরকার নির্ধারিত কোন ভাড়ার তালিকা। কোন নিয়মনীতির তোয়াক্কা না করে নদী পারাপারের জন্য খেয়া নৌকায় অতিরিক্ত ভাড়া টাকা আদায় করে আসছে ইজারাদার। আর রাত হলেই চিত্র আরও ভয়াবহ হয়ে উঠে। জরুরি কাজে পারাপার কিংবা অসুস্থ রোগী নিয়ে নদীর এপার…