
জগন্নাথপুরে দৃষ্টি নন্দন আর্চ সেতু নির্মাণ কাজে ধীরগতি দুর্ভোগ চরমে।
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধিজগন্নাথপুর উপজেলার প্রাণকেন্দ্র নলজুর নদীর উপর নির্মানাধীন আর্চ সেতুর কাজ চলছে ধীরগতিতে। যানবাহন ও জনসাধারণের চলাচলের জন্য নির্মানাধীন আর্চ সেতুর দক্ষিণ পাশে বিকল্প একটি স্টীলের পাটাতন দিয়ে সেতু নির্মান করা হলে, ২০২৫ সালের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সেতুর এ্যাপ্রোচ পানির নীচে তলিয়ে যাওয়ায় যানবাহন ও জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। যে কোন…