২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
দুপুর ১২:৫৫
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
দুপুর ১২:৫৫

শিশির মনির ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।সারা দেশে ক্রিকেট খেলা এগিয়ে নিতে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে—– খালেদ মাসুদ পাইলট।

Share Option;

দিরাই শাল্লা  (সুনামগঞ্জ) সংবাদদাতা :- বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড এর পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেছেন- আমি মাত্র দুমাস হয় ক্রিকেট বোর্ডে এসেছি। চেষ্টা করছি সব জায়গায় যেতে। মানুষ কেন ক্রিকেট বোর্ডের কাছে এটা ওটা চাইবে। আমি মনে করি- ক্রিকেট বোর্ডের উচিৎ সব জায়গায় গিয়ে ফ্যাসিলিটিজগুলো উন্নত  করা। মানুষ কেন চাইবে- এটা পাওয়া তার অধিকার। প্রত্যেকটা জেলা উপজেলায় মাঠগুলো যদি আমরা সুন্দর সচল রাখতে পারি- ছেলেরা এসে শুধু খেলবে। সেই মুভমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি- বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছয় মাস থেকে এক বছরের মধ্যে সুন্দর একটা পরিকল্পনা আমরা নিচ্ছি। ক্রিকেটটা ডেভেলপমেন্টের পেছনে অনেক ভালো কাজ করবে। সারা দেশে ক্রিকেট খেলাকে এগিয়ে নিতে পরিকল্পনা গ্রহণ করা হইয়াছে। 
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের দিরাই পৌর সদরের হাইস্কুল মাঠে মোহাম্মদ শিশির মনির ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালেদ মাসুদ পাইলট এসব কথা বলেন। তিনি বলেন, মানুষের রিফ্রেশমেন্টের বেশ অভাব। খেলাধূলা মানুষের বিনোদন ও সুন্দর মানসিকতা তৈরী করে। এজন্য খেলাধূলার অনুকূল পরিবেশ তৈরী করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে টুর্নামেন্টের আয়োজক সুনামগঞ্জ – ২( দিরাই- শাল্লা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন- খেলাধূলার মাধ্যমে নতুন প্রজন্মের মানুষের মধ্যে সুস্থ সংস্কৃতির বিকাশ হবে। এতে ট্যালেন্টটেট প্লেয়ার বের হবে। ভালো খেলোয়াড়রা জেলা- বিভাগ এবং জাতীয় পর্যায়ে খেলবে। বিদেশে খেলতে যাবে। এই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখতে চাই। আমরা তাদের পাশে থাকবো। বৃহস্পতিবার দুপুর ১২ টায় দিরাই ক্রিকেটের আয়োজনে শিশির মনির ক্রিকেট টুর্নামেন্টের ফাইলান ম্যাচ উদ্বোধন করেন প্রধান অতিথি বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের সিনিয়র আইনজীবী ও দিরাই শাল্লা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ শিশির মনির  এসময় আরোও উপস্থিত ছিলেন  উপস্থিত সাবেক ছাত্রনেতা আশরাফুল আলম ইমন,আমেরিকা প্রবাসী হামজা কোরেশী,সুনামগঞ্জের সাবেক ক্রিকেটার জি এম তাশহীজ প্রমুখ।
ফাইনাল ম্যাচে দিরাই ইলিভেন স্টার স্পোর্টিং ক্লাব ও খান ক্রিকেট ক্লাব জগন্নাথপুর মুখোমুখি হয়। টসে জিতে ইলিভেন স্টার প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ১৬ ওভারে ২২৯ রান সংগ্রহ করে। জবাবে জগন্নাথপুর খান ক্রিকেট ক্লাব সবকটি ইউকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দল এবং বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ।


Share Option;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *