২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
সন্ধ্যা ৭:৩৮
২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
সন্ধ্যা ৭:৩৮

বিশিষ্ট সাংবাদিক কাউসার চৌধুরীর ‘দ্বিতীয় জীবনের গল্প’ গ্রন্থ প্রকাশিত।

Share Option;

ইউরোভিশন ডেস্ক : সাংবাদিক ও লেখক কাউসার চৌধুরীর নতুন বই ‘দ্বিতীয় জীবনের গল্প’ প্রকাশিত হয়েছে। আত্মজৈবনিক এ বইটি মৃত্যুর দরজা থেকে ফিরে আসার গল্প। ২০১৬ সালে সাংবাদিক কাউসার চৌধুরীর লিভার ও কিডনি বিকল হয়ে গেল। ব‍্যয়বহুল চিকিৎসা, নতুবা মৃত্যু- জীবন ও মৃত‍্যুর কঠিন সমীক্ষা। সেই সময়ে পাশে দাঁড়ান দেশ-বিদেশের সুহৃদরা।

লন্ডনের বাংলাদেশি তথা সিলেটি কমিউনিটি বিপুল পরিমাণ তহবিল সংগ্রহে সৃষ্টি হয় মানবিকতার এক নজিরবিহীন ইতিহাস। প্রায় কোটি টাকা ব্যয়ে করা হয় সাংবাদিক কাউসার চৌধুরীর লিভার ও কিডনি ট্রান্সপ্লান্ট। যা এক বিরল ঘটনা। কেবল কিডনি ট্রান্সপ্লান্ট নয়, একসাথে লিভার ও কিডনির মতো দুটো অঙ্গ প্রতিস্থাপন করে তিনি এখন স্বাভাবিক জীবনযাপন করছেন।

মহান আল্লাহর অশেষ কৃপা আর মানুষের অকৃত্রিম ভালোবাসায় জীবনজয়ের গল্প’র এখানেই শেষ নয়, লিভার-কিডনি কেন কীভাবে নষ্ট হয়, কীভাবে সুস্থ রাখতে হয়, আবার শরীরের দুটো অঙ্গ বিকল হলে কোন পদ্ধতিতে ট্রান্সপ্লান্ট করতে হয়, এর বিস্তারিত বর্ননাসহ বিরল ঘটনাটি মৃত‍্যুর মুখ থেকে ফেরা সাংবাদিক তুলে ধরেছেন ‘দ্বিতীয় জীবনের গল্প’ গ্রন্থে।

লেখক তার স্বচক্ষে দেখা ভারতীয় চিকিৎসা, দর্শনীয় স্থানেরও বিস্তারিত বর্ননাও রয়েছে। দেখা থেকে লেখাকে গল্পের ছলে লেখক তুলে ধরেই লিখেছেন ‘দ্বিতীয় জীবনের গল্প’।

নয় বছর আগে মৃত্যু পথযাত্রী সাংবাদিক কাউসার চৌধুরীর জীবন বাঁচাতে বিলেত প্রবাসীরা দানের ক্ষেত্রে এক নজিরবিহীন রেকর্ড গড়েছিলেন। একজন বাংলা ভাষাভাষি সাংবাদিকের চিকিৎসা সহায়তায় এতো বেশি দানের রেকর্ড বিরল ঘটনা । দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার ও সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সাংবাদিক কাউসার চৌধুরী সুস্থ হয়ে সক্রিয়ভাবে সাহসের সাথে সাংবাদিকতা করছেন।

তিনি তার চিকিৎসা কার্যক্রম, প্রবাসীদের অভুতপূর্ব দান ও সহযোগিতা নিয়ে “দ্বিতীয় জীবনের গল্প” লিখেছেন। বইটির প্রকাশ করেছে লন্ডনের প্রকাশনা প্রতিষ্ঠান এম.জে.এম (MJM publisher UK) পাবলিশার্স। পরিবেশক হিসেবে রয়েছে বাংলাদেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান উৎস প্রকাশন। প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষের প্রচ্ছদে ঝকঝকে ছাপা ও বাঁধাইয়ের এ বইটির মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা।

বইটি রকমারি ডটকম ও সিলেটের লাইব্রেরিগুলোতে পাওয়া যাবে ।
বইটির প্রকাশক এম.জে.এম (MJM publisher UK) পাবলিশারের চেয়ারম্যান ও লন্ডন বাংলা প্রেসক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মহিব চৌধুরী জানিয়েছেন,এটি একটি সাকসেস স্টোরি। লন্ডন ও সিলেটে পৃথকভাবে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। জীবন যুদ্ধে যারা হেরে গেছেন তাদের জন্য বইটি প্রভাবক গ্রন্থ হতে পারে। তিনি বইটির প্রচার-প্রসারে সকলের সহযোগিতা কামনা করেছেন।


Share Option;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *