৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
সকাল ৭:০৮
৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
সকাল ৭:০৮

অলৌকিক ঘটনা,আল্লাহ চাইলে সবই সম্ভব।

Share Option;

ইউরোভিশন ডেস্কঃগতকাল থেকে নীচের ভিডিওটা সারা দুনিয়ায় ভাইরাল হয়েছে । হাজ্বী সাহেবের নাম আমের । বাড়ী লিবিয়া । উনার নামের শেষাংশ গাদ্দাফি থাকায় এয়ারপোর্টের ইমিগ্রেশনের জটিলতায় পরেন । এমনই জটিলতা, শেষ হইতে হইতে হজ্বের উদ্দেশ্যে নির্ধারিত ফ্লাইটের দরজা বন্ধ হয়ে যায় । পাইলটকে একজন যাত্রী বাকী রয়েছে জানালে, পাইলট দরজা খুলতে অপরাগতা জানায় এবং প্লেইন ছেড়ে দেয় ।
এদিকে আল্লাহর ঘরের যাত্রী ” আমের” ফ্লাইট মিস করায় এয়ারপোর্টে অপেক্ষা করতে থাকে । লোকজন উনাকে পরামর্শ দেয় বাসায় ফিরে যাওয়ার জন্য , কিন্তু উনি বলেন, না আমার বিশ্বাস আল্লাহ আমাকে হজ্বে নিয়ে যাবেন ।

এদিকে প্লেইন যখন মধ্য আকাশে গন্তব্যের উদ্দেশ্যে চলছে তখন প্লেইনে হঠাৎ করে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় । পাইলট বাধ্য হয়ে প্লেইনটাকে ঘুরিয়ে আবার এয়ারপোর্টে নিয়ে আসে । আমের সাহেব জানতে পেরে আবার চেস্টা করেন ফ্লাইটে উঠার জন্য , পাইলট আবারো , দরজা খুলে যাত্রী নিতে অস্বীকৃতি জানায় । ফ্লাইট আবার যাত্রা শুরু করে , আবার যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, ফ্লাইট আবার ফিরে আসে। এভাবে দুবার ঘটে যাওয়ার পর তৃতীয় বার যখন এয়ারপোর্টে ফিরে আসে তখন পাইলট নিজ থেকেই সেই যাত্রীকে ফ্লাইটে উঠানোর জন্য অনুরোধ করে । অন্যথায় তিনি ফ্লাইট ছাড়বেন না বলে ঘোষনা দেন ।

সুবাহানাল্লাহ ।


Share Option;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *