১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাত ৪:৪৭
১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাত ৪:৪৭

বাংলাদেশের সব শর্ত মেনে নিচ্ছে পাকিস্তান।

Share Option;

ইউরোভিশন ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের কথা ছিল পাকিস্তানের। কিন্তু এর আগে ভারত-পাকিস্তান রক্তক্ষয়ী সংঘাত শুরু হওয়ায় সিরিজের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। অবশেষে আলোর মুখ দেখছে সেটি। তবে বাংলাদেশের দেওয়া সব শর্ত মেনে নিতে হচ্ছে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের।

পাঁচ ম্যাচ থেকে কমিয়ে তিন ম্যাচের সিরিজ করা হচ্ছে। আগামী ২৭ মে প্রথম ম্যাচ মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। আর সব ম্যাচই হবে লাহোরে।

পিসিবি সূত্রে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, লাহোরেই হবে তিন ম্যাচের সিরিজ। তবে ম্যাচগুলোর নির্দিষ্ট সূচি এখনো ঘোষণা করা হয়নি। লাহোরে ২৫ মে অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল। এরপরই এক দিনের বিরতি শেষ অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ-পাকিস্তানের এই সংক্ষিপ্ত সিরিজ।

গেল সোমবার শারজায় বসেছিল বিসিবি ও পিসিবির গুরুত্বপূর্ণ বৈঠক। বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের সময় উপস্থিত ছিলেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি, বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। সিরিজের ভবিষ্যৎ নিয়ে এই তিন জন আলাদাভাবে বৈঠকে বসেন এবং আলোচনা শেষে সফরের নতুন রূপরেখা চূড়ান্ত করেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্রসঙ্গত, সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সাময়িক উত্তেজনা বিরাজ করায় সিরিজটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবার মাঠে ফিরছে ক্রিকেট। এই সিরিজটি পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের জন্য হবে গুরুত্বপূর্ণ প্রস্তুতি। আর পাকিস্তানের জন্যও আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর চ্যালেঞ্জ।


Share Option;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *