দিরাই প্রতিনিধি ঃ- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন
ফুটবল খেলতে হলে ক্যাপাসিটি লাগে। যারা মাদকাসক্ত ও মাদকসেবন করে তাদের ক্যাপাসিটিও আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। এজন্য বিদেশিরা খেলোয়াড় নির্বাচনের আগে মাদকাসক্ত কি-না সেটা টেস্ট করা হয়। খেলোয়াড় মাদকাসক্ত হলে এমবাপ্পেদের মতো দ্রুত গতিতে দৌড়াতে পারবে না। বর্তমান সময়ে ভার্চুয়ালি নেশা ও মাদকের নেশা থেকে যুব সমাজকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।আমরা যুব সমাজকে এসব নেশা থেকে ফেরাতে ফুটবল খেলার আয়োজন করেছি। ইতিমধ্যে দিরাই ও শাল্লার বিভিন্ন ইউনিয়নে ফুটবল খেলা শুরু হয়েছে। খেলাধুলার মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে। তিনি বলেন ফুটবল খেলায় দিরাই শাল্লা বা সুনামগঞ্জের ভিতরে যদি কেউ জাতীয় পর্যায়ে যোগ্যতা অর্জন করে তাহলে আমরা তার যাবতীয় দায়িত্ব নেব। শনিবার বিকেল ৩ টায় দিরাই উচ্চ বিদ্যালয় মাঠে দিরাই শাল্লা উন্নয়ন ফোরাম আয়োজিত মোহাম্মদ শিশির মনির ফুটবল টুর্নামেন্ট ও জার্সি বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সাবেক কৃতি ফুটবলার হাবিবুর রহমান কাছা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য উবায়দুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল কুদ্দুছ, দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল, সিনিয়র সাংবাদিক এ কে কুদরত পাশা,ইমরান হোসাইন, সাবেক কৃতি ফুটবালর তাজ উদ্দিন, জুয়েল সর্দার,আম্বিয়া মিয়া,সাবেক কাউন্সিলর আশরাফ আহমেদ ,ইউকে প্রবাসী আবু সালেহ প্রমূখ। মোট ৩২ টি দলের অংশ গ্রহনে মোহাম্মদ শিশির মনির টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় করিমপুর স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে গ্যালাক্সি ভরারগাও জয়লাভ করে।এসময় দিরাই—শাল্লা উন্নয়ন ফোরামের আয়োজনে ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের উদ্যোগে দিরাই পৌরসভা ও ৯ টি ইউনিয়নের ১২০টি ফুটবল দলকে ১৫ টি করে জার্সি ও ১ টি করে ফুটবল বিতরণ করা হয়।
দিরাইয়ে শিশির মনির ফুটবল টুর্নামেন্ট ও জার্সি বিতরণ।
