সভ্যতার উত্থান–পতন:রক্তে লেখা ইতিহাস (৪র্থ পর্ব)-আবু নাইম মুহাম্মদ শহীদুল্লাহ্।
গত সংখ্যার পর ইতিহাসে কম আলোচিত নবাতীয় ও সাবা জাতি নিয়ে এ পর্ব –প্রাচীন ইতিহাসের বালুকাময় মরুভূমির গভীরে লুকিয়ে থাকা সভ্যতা গুলোর মধ্যে কম আলোচিত সাবা ও নবাতীয়দের গল্প, অথচ তাদের কীর্তি আজও মানব সভ্যতার অগ্রগতির সাক্ষ্য বহন করে। আরব উপদ্বীপ ও লেভান্ত অঞ্চলের সেইসব বিস্ময়কর সভ্যতার মধ্যে সাবা ও নবাতীয় সভ্যতা বিশেষভাবে উল্লেখযোগ্য।উন্নত কৃষি…