সভ্যতার উত্থান পতন :রক্তে লেখা ইতিহাস(৫ম পর্ব)-আবু নাঈম মু শহীদুল্লাহ্।
কাওম লূত আঃপথহারা বনী আদমকে পথের দিশা দিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী ও রাসুল পাঠিয়েছেন তার মধ্যে হযরতে ইব্রাহীম আঃ ও হযরতে লুত আঃ প্রায় সমসাময়িক সময়ে সাদূম ও আশপাশ(বর্তমান ফিলিস্তিন–জর্ডান সীমান্ত, মৃত সাগর) এজনপদের মানুষকে আল্লাহর একত্ববাদের দিকে আহবান করেছেন। হযরত লূত আঃ সম্পর্কের দিক থেকে হযরতে ইব্রাহীম আঃ এর ভাতিজা…