
পৃথিবীর প্রথম সভ্যতা — আবু নাঈম মু শহীদুল্লাহ্
এ পৃথিবীতে বহু সভ্যতা গড়ে উঠেছে এবং বিলীন হয়েছে। প্রতিটি সভ্যতার পরিবর্তনের পেছনে ছিল পরিবেশগত পরিবর্তন, যুদ্ধ, সাংস্কৃতিক বিনিময়, প্রযুক্তিগত উন্নয়ন ও ধর্মীয় প্রভাব।একটি চলমান সমাজব্যবস্থার উপর নতুন সভ্যতা বা সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা মোটেই ঠুনকো বিষয় নয়। এর জন্য প্রয়োজন হয়েছে সংস্কারক, বিপ্লবী ও সহযোগী/সহযোদ্ধাদের—যারা নিজেদের লক্ষ্যের বাস্তবায়নে জীবন বাজি রেখে লড়ে গিয়েছেন এবং জনতার…