
আন্তর্জাতিক প্রবাসী ভোটাধিকার পরিষদ পর্তুগাল আহবায়ক কমিটি গঠন।আহবায়ক -আ ন ম শহীদুল্লাহ সদস্য সচিব-এ এস এম জাবেদ সরকার।
ইউরোভিশন ডেস্ক :অন্তর্জাতিক প্রবাসী ভোটাধিকার পরিষদ,পর্তুগাল এর এক সভা গতকাল লিসবনে অনুষ্ঠিত হয়। সভায় আবু নাঈম মু শহীদুল্লাহ্ কে আহবায়ক ও এ এস এম জাবেদ সরকারকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্য আগামী ৯ সেপ্টেম্বর বাংলাদেশ দূতাবাস লিসবনে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গৃহিত হয়।